৫০০ জনকে আসামি করে মামলা করল রাবি প্রশাসন

স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে থানায় মামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। রোববার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় এ মামলা করেন।
মামলার পর তসলিম আলী ওরফে পিটার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের বাসের চেইন মাস্টার। তার বাড়ি নগরীর খোজাপুর এলাকায়।
মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা পোস্টকে জানান, সংঘর্ষের ঘটনায় বাসের চেইন মাস্টার তসলিমের বড় ভূমিকা আছে। মামলা হওয়ার পর বিনোদপুর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
এর আগে গতকাল শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বাসের ভেতর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে সহপাঠীরা বিনোদপুর বাজারে চালক ও হেলপারকে মারধর করেন। বাস থেকে চালককে নামিয়ে মারধর করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা এতে বাধা দিলে তাদের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধ দেখা দেয়। এরপর রাতভর দফায় দফায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় আজ সকালেও শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে অবরুদ্ধ করে তারা বিক্ষোভ করেন। দুপুরের পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা রয়েছে। শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিশ্চিতসহ বেশ কিছু দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে কিছুসংখ্যক এলাকাবাসীর অপ্রীতিকর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মর্মাহত। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে।
এতে উল্লেখ করা হয়, শনিবার সন্ধ্যায় বিনোদপুর গেট সংলগ্ন স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার একপর্যায়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করার ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এলাকাবাসী ও পুলিশের কতিপয় সদস্যের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চিকিৎসার সকল ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে যেসব দাবি উত্থাপন করেছে, সে বিষয়ে উপাচার্য সংবেদনশীল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে স্থানীয় মতিহার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে।
বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী বিনোদপুর ও আশপাশের মেসে অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর আছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবি প্রশাসন মেস মালিক ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। কর্তৃপক্ষ মনে করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। অতীতে এ রকম পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যের অংশ হয়ে আছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের শান্ত থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানায়।
জুবায়ের জিসান/আরএআর
টাইমলাইন
-
১৪ মার্চ ২০২৩, ১২:২৯
রাবিতে সংঘর্ষ : ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
-
১৪ মার্চ ২০২৩, ১২:০৭
ক্লাসে ফিরছেন রাবি শিক্ষার্থীরা
-
১৩ মার্চ ২০২৩, ২১:০১
রাবিতে বহিরাগতদের ঘোরাফেরা নিষিদ্ধ
-
১৩ মার্চ ২০২৩, ১৭:৩২
রাবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে কঠোর হচ্ছে প্রশাসন
-
১৩ মার্চ ২০২৩, ০১:২৫
ট্রেন চলাচল স্বাভাবিক, সাড়ে ৩ ঘণ্টা পর ছাড়ল বাংলাবান্ধা এক্সপ্রেস
-
১৩ মার্চ ২০২৩, ০০:৫০
ট্রেনের যাত্রা বাতিল হয়নি, টিকিট ফেরত দিতে পারবেন যাত্রীরা
-
১৩ মার্চ ২০২৩, ০০:০৭
বিনোদপুরে সংঘর্ষ : আহতের মধ্যে ১৮ জন এখনও রামেকে ভর্তি
-
১২ মার্চ ২০২৩, ২৩:৫৬
কখন ট্রেন ছাড়বে সে প্রহর গুনছেন যাত্রীরা
-
১২ মার্চ ২০২৩, ২১:১০
আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করলেন রাবি শিক্ষার্থীরা
-
১২ মার্চ ২০২৩, ২০:৫৭
এবার ৭ দফা দাবিতে আমরণ অনশনে রাবির ১০ শিক্ষার্থী
-
১২ মার্চ ২০২৩, ১৯:২৬
রাবিতে প্রক্টরের পদত্যাগসহ ৬ দফা দাবিতে ফের বিক্ষোভ
-
১২ মার্চ ২০২৩, ১৯:০৯
৫০০ জনকে আসামি করে মামলা করল রাবি প্রশাসন
-
১২ মার্চ ২০২৩, ১৬:৫১
অবরুদ্ধ অবস্থা থেকে রাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রলীগ
-
১২ মার্চ ২০২৩, ১৫:৪৩
বিনোদপুর বাজারের ৬০ দোকানে আগুন-ভাঙচুর
-
১২ মার্চ ২০২৩, ১৫:৩৩
রাবির প্রধান ফটকে আগুন জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ
-
১২ মার্চ ২০২৩, ১৪:৫৬
রাবি উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা
-
১২ মার্চ ২০২৩, ১৩:৪৩
সিনেট ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, মারধরে সাংবাদিক আহত
-
১২ মার্চ ২০২৩, ১২:৪০
রাবি উপাচার্যকে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা
-
১২ মার্চ ২০২৩, ১১:১১
স্লোগানে উত্তাল ক্যাম্পাস, রাবির প্রশাসনিক ভবনে তালা
-
১২ মার্চ ২০২৩, ০৯:৪২
থমথমে রাবি ও বিনোদপুর বাজার
-
১২ মার্চ ২০২৩, ০৪:০৬
রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
-
১২ মার্চ ২০২৩, ০০:১৯
উত্তপ্ত রাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
-
১১ মার্চ ২০২৩, ২৩:৪৫
রাবির ক্লাস-পরীক্ষা স্থগিত
-
১১ মার্চ ২০২৩, ২৩:০৭
ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা, আহত দুই শতাধিক
-
১১ মার্চ ২০২৩, ২০:৩৩
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন