ঢাবির সঙ্গে যৌথ কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার ডারউইন ইউনিভার্সিটি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৩ মার্চ ২০২৩, ০৬:১০ পিএম


ঢাবির সঙ্গে যৌথ কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার ডারউইন ইউনিভার্সিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির মধ্যে প্রকৌশল, তথ্য-প্রযুক্তি, এনার্জি, পাবলিক হেলথ অ্যান্ড পলিসি, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়াও উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালু এবং যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়ে এক বৈঠকে আলোচনা করেছে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

চার্লস ডারউইন ইউনিভার্সিটির উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক ড. স্কট বোম্যান সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় চার্লস ডারউইন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডমিনিক আপটন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুরেশ থেনাডিল, ভাইস-প্রেসিডেন্ট শ্যানন হলবর্ন, এক্সিকিউটিভ অফিসার রেবেকা মারোন এবং ইন্ডিজেনাস ফিউচারস, এডুকেশন অ্যান্ড দ্য আর্টস অনুষদের ডিন অধ্যাপক রুথ ওয়ালেস তার সঙ্গে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বৈঠকে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করায় অতিথিদের ধন্যবাদ জানান।

এইচআর/এমএ

Link copied