বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
পিরোজপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে তার প্রতিকৃতিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুষ্পস্তবক অর্পণ করেন বশেমুরবিপ্রবিপি উপাচার্য।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ঢাকার লিয়াজোঁ অফিসে রেজিস্ট্রার ড. অলক কুমার সাহার সভাপতিত্বে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন ও শিশুদের স্বপ্ন পূরণ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন পিরোজপুর থেকে ভার্চুয়ালি আলোচনা সভায় যুক্ত হন।
-বিজ্ঞপ্তি
