প্রলয় গ্যাংকে ছাত্রলীগের সহযোগী সংগঠন আখ্যা ঢাবি ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আলোচিত প্রলয় গ্যাংকে ছাত্রলীগের সহযোগী সংগঠন বলে আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (২৭ মার্চ) দুপুরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা, প্রলয় গ্যাংয়ের উদ্ভব ও ছাত্রলীগের সিরিজ অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন ঢাবি ছাত্রদলের নেতারা।
ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কার্জন হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো কোনো গ্যাংস্টার সংস্কৃতির জন্ম হয়নি। কিন্তু ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই গ্যাং সংস্কৃতির জন্ম দিয়েছে। ঢাবিসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিগত ১৫ বছর যাবত তাদের পেশিশক্তির মাধ্যমে অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি ছাত্রলীগের এসব অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। একইসঙ্গে এসব সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।
সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি নব্য সন্ত্রাসী সংগঠন হচ্ছে প্রলয় গ্যাং যা সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন সেল। ছাত্রলীগ তাদের অতীত ঐতিহ্যগত সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাবিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যাহত রেখেছে। চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য ও মাদক ব্যবসা ইত্যাদি কর্মকাণ্ডের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ঘৃণ্য সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রদল অচিরেই সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
এসময় ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ (এফআর হল), তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, হান্নান তালুকদার, ইউসুফ হোসেন খান, সুপ্রিয় দাস শান্ত, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও বিভিন্ন হল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এইচআর/কেএ