হলের ফি কমানোর দাবিতে উপাচার্যের কক্ষে জবি ছাত্রীদের অবস্থান

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জবি

০৩ এপ্রিল ২০২৩, ০৩:৫৯ পিএম


হলের ফি কমানোর দাবিতে উপাচার্যের কক্ষে জবি ছাত্রীদের অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিবরে সিট নবায়ন ফি কমানোসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে উপাচার্যের কক্ষে অবস্থান নিয়েছে আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (৩ মার্চ) দুপুরে এ নিয়ে প্রথমে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেয় এবং পরবর্তীতে তারা উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও প্রদান করে।

আবাসিক হলের শিক্ষার্থীরা বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের চেয়ে চার-পাঁচ গুণ বেশি টাকা প্রদান করতে হয় আমাদের। শুধু তাই নয় আমরা প্রতিটি সিটে একজনের জায়গায় দুজন থাকি। তাতেই আমাদের সিট নবায়নের জন্য ৫২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তাহলে সে হিসেবে প্রতিটি সিট বাবদ ১০৫৩০ টাকা করে নেন হল প্রশাসন। এটা কোনভাবেই কাম্য নয়।

তারা আরও বলেন, আমাদের হল নতুন হওয়া সত্ত্বেও হলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছি না। হল প্রশাসনের কাছে ওয়াইফাই সুবিধা, খাবারের মান বৃদ্ধি, বিশুদ্ধ খাবার পানিসহ সকল সমস্যার কথা বারবার বললেও কোন সমাধান পাচ্ছি না আমরা। তাই আজকে আমরা উপাচার্য স্যারের কাছে আসছি সে যেন আমাদের হলের সকল সমস্যা দ্রুত সমাধান করে দেন। 

শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা খুব শীঘ্রই হলের সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। আর হলের ফি যেন সকল শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে থাকে সেভাবেই নির্ধারণ করা হবে। আমরা ইতোমধ্যে হলের সকল সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেছি।

এমএল/এমজে

Link copied