ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইউল্যাব এমএসজে অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাতে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক দাতা সংস্থা, দেশি-বিদেশি সংস্থাতে কর্মরত ইউল্যাব এমএসজে অ্যালামনাই অ্যাসসিয়েশনের সদস্যরা অংশ নেন।
আয়োজনে প্রথমবারের মতো সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়ার সুযোগ পেয়েছিল বর্তমান শিক্ষার্থীরাও। ফলে অনুষ্ঠানটি বর্তমান ও সাবেকদের মিলন মেলায় পরিণত হয়।
ইউল্যাব এমএসজে অ্যালামনাই অ্যাসসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান মুকুল বলেন, ‘আজকের শিক্ষার্থীরা যখন কর্মক্ষেত্রে যোগ দিবে তখন তাঁদের সেই পথ মসৃণ করতে আমরা সাবেকদের সঙ্গে তাঁদের পরিচয় ঘটানোর একটা ক্ষেত্র তৈরি করেছি। আমি মনে করি এর ফলে সকলের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে।’
