রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে ভারতের সহযোগিতার আশ্বাস

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

১৮ এপ্রিল ২০২৩, ০৩:৪৫ পিএম


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে তারা মতবিনিময় করেন। 

এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার হাইকমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভারতের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করলে হাইকমিশনার সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

এ সময় রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য হাইকমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা স্মারক ও পরিচিতি প্রকাশনা উপহার দেন। মতবিনিময় শেষে হাইকমিশনার জোহা চত্বর, সাবাস বাংলাদেশ, শহীদ মিনার, শহীদ স্মৃতি সংগ্রহশালা, রাবি কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন। 

পরিদর্শন শেষে হাইকমিশনারের সঙ্গে কথা হয় সাংবাদিকদের। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে উল্লেখ করে এই ক্যাম্পাসে আসতে পেরে তার আনন্দ প্রকাশ করেন। 

মহান মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের গৌরবময় অবদান তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া আন্তর্জাতিক শিক্ষায়তনিক পরিমণ্ডলে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কৃতিত্বেরও ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার উন্নতিতে ভারতের সহযোগিতার বিষয়েও তার আগ্রহের কথা জানান।

জুবায়ের জিসান/আরএআর

Link copied