রাবি শিক্ষার্থী সাকিবের সন্ধান মিলেছে ঢাকায়

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি 

২৩ এপ্রিল ২০২৩, ০৫:৩৪ পিএম


রাবি শিক্ষার্থী সাকিবের সন্ধান মিলেছে ঢাকায়

চাঁদরাতে নিখোঁজ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাকিব শাহরিয়ারের সন্ধান মিলেছে ঢাকায়। রোববার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব শাহরিয়ারের বাবা মোখলেছুর রহমান। 

মুঠোফোনে মোখলেছুর রহমান জানান, গতকাল রাতে একটি নম্বর থেকে সাকিব আমাকে ফোন করেন। সে বাড়ি আসতে চায় এবং আমাকে টাকা পাঠাতে বলে। এমন সময়ে ঢাকায় থাকা আমাদের কয়েকজন রিলেটিভকে জানালে, ওরা সাকিবের সন্ধান পায়। বর্তমানে সে ঢাকায় তার খালার বাসায় অবস্থান করছে।

জানা গেছে, কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে দিন অতিবাহিত করছিল সাকিব শাহরিয়ার। তবে ঠিক কি কারণে কাউকে না জানিয়ে এভাবে সে নিখোঁজ হয়েছিল তা জানা যায়নি। 

পারিবারিকভাবে তাদের মধ্যে কোনো সমস্যা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব শাহরিয়ারের বাবা বলেন, এমন কোনো সমস্যা নেই। আমরা এখন ঢাকায় যাচ্ছি, ওর সঙ্গে কথা বলেই বিস্তারিত হয়তো জানতে পারবো এবং আপনাদের জানাতে পারবো।

এদিকে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন ছাত্র নিখোঁজের বিষয়ে তার মামা থানায় একটি জিডি করেছিলেন। পরে ওই ছেলেকে পাওয়া গেছে বলে তিনি জিডি তুলে নেন।

জুবায়ের জিসান/এমএএস 

Link copied