২৫ মার্চ ব্ল্যাক আউট পালন করবে ঢাবি

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি স্থাপনা এর আওতায় থাকবে না।
আগামী বুধবার (২৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।
এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত পরিসরে ২৫ মার্চ পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এছাড়াও রয়েছে সন্ধ্যা সোয়া ৭টায় জগন্নাথ হল গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এসব কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে বাদ জোহর মসজিদুল জামিয়াসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার মসজিদগুলোতে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এইচআর/আরএইচ