বুটেক্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, পরীক্ষা ১৬ জুন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ মে ২০২৩, ০৮:২৮ এএম


বুটেক্সে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ, পরীক্ষা ১৬ জুন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আজ শনিবার (১৩ মে) শেষ হচ্ছে। ভর্তি আবেদন শেষে আগামী ২৫ মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ২৬ মে থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুটেক্সের ১০টি বিভাগে মোট আসনসংখ্যা ৬০০। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ছয় হাজার শিক্ষার্থী। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে এইচএসসিতে প্রাপ্ত মোট নম্বরের ওপর ভিত্তি করে মেধার ভিত্তিতে এ ছয় হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে কমপক্ষে ১৯ পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায়ও জিপিএ-৫.০০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা

আগামী ১৬ জুন বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুধু বুটেক্স ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ জুন।

আবেদন ফি

আবেদনকারী শিক্ষার্থী ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন। আর লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীকে ৮০০ টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

এনএম/এফকে

Link copied