ঢাবিতে কীভাবে চান্স পেয়েছেন, আন্দোলনকারীদের সনজিত

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৪ মার্চ ২০২১, ১০:৪৫ পিএম


ঢাবিতে কীভাবে চান্স পেয়েছেন, আন্দোলনকারীদের সনজিত

রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশ/ ছবি: ঢাকা পোস্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সব স্তরের ছাত্রসংগঠনকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ।

বুধবার (২৪ মার্চ) বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মুজিবের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ছাত্র সমাবেশে এ আহ্বান জানান বক্তারা।

সমাবেশে ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘আইএস, মোসাদ এবং বৈদেশিক কূটনৈতিকদের টাকা দিয়ে ষড়যন্ত্রের লেলিহান শিখা দিয়ে গড়া, যে কয়েকটি তথাকথিত সংগঠন যাদেরকে ছাত্রসংগঠন হিসেবে স্বীকার করে না বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন। সেই তথাকথিত জঙ্গি সংগঠনগুলো কালো পতাকা মিছিল করে। আসলে এই কালো পতাকা তাদের মনের ভেতরে যে স্বাধীনতার অপশক্তি রয়েছে সেটিরই পরিচায়ক।’

ছাত্র অধিকার ও প্রগতিশীল ছাত্রজোটের দিকে ইঙ্গিত করে সনজিত বলেন, ‘আপনারা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন? সেটি রীতিমতো গবেষণার বিষয়। আপনারা স্বাধীনতার অর্থ বোঝেন না, আপনারা বাংলাদেশের অর্থ বোঝেন না, আপনারা বাংলাদেশের সঙ্গে একটি দেশের যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সুসম্পর্ক রয়েছে সেটি বোঝেন না। আপনারা হিংসাতে বিশ্বাসী, আপনারা জঙ্গিবাদে বিশ্বাস করেন, আপনারা ধর্মের নামে উগ্রবাদে বিশ্বাস করেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা আসলে নরেন্দ্র মোদি ও ভারতের সমালোচনা করছেন না, আপনারা আসলে মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সহায়তা করেছে, পাকিস্তানের পক্ষ নিয়ে আপনারা আসলে তাদের সহায়তা করছেন।’

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতীয় অনুষ্ঠান। এতে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিকনীতি অনুসারে বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ রাষ্ট্রীয় অতিথি হয়ে আসবেন। তাদেরকে বাধা দেয়া আসলে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিকনীতির পর্যায়ে পড়ে না।’

বামপন্থি ছাত্র সংগঠনগুলোর দিকে ইঙ্গিত করে সাদ্দাম বলেন, ‘তারা (ছাত্রজোট) ইতিহাস, ঐতিহ্য বিকিয়ে দিয়ে হেফাজত, মামুনুলের মতো বক্তব্য দিচ্ছে। তাহলে আমাদের বুঝতে বাকি নেই কাদের হাতে এদের রিমোট কন্ট্রোল! কার এর কলকাঠি নাড়ছে!’

অতিসত্বর মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সব অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সব স্তরের ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানান সাদ্দাম।

সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক এস এম রিয়াদ হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন, ধর্ম সম্পাদক তুহিন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক  মাহবুব খান, ঢাবি বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোদিবিরোধী কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এর আগের দিন (২৩ মার্চ) মোদির বাংলাদেশে আগমন ঠেকাতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।

এইচআর

Link copied