ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতা শুরু

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৩ মে ২০২৩, ১১:১৪ পিএম


ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারাম কমিটির সভাপতি ড. মো. ইফতেখারুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী । এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, কমকর্তা এবং বিপুল সংখ্যক প্রতিযোগী উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, সময়ের সদ্ব্যবহার করতে এবং নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমের সাথে সম্পৃক্ততা আরও বৃদ্ধি করতে হবে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের বিকাশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এইচআর/এনএফ

Link copied