পরীক্ষার পরিবেশ ও প্রশ্নের গুণগতমান নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সুন্দর ও চমৎকার পরিবেশে সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার পরিবেশ ও প্রশ্নের গুণগতমান নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।
শনিবার (১৭ জুন) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর ইডেন মহিলা কলেজে সরকারি ৭ (সাত) কলেজের ‘বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপাচার্য বলেন, সাতটি করেজ ছাড়াও আরও পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সবগুলো কেন্দ্রেই সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে। বেশ ভালো একটি প্রতিযোগীতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে ৬ হাজার ৭৫০ জনকে ভর্তি হওয়ার সুযোগ দেবো। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বচ্ছতা, গ্রহণযোগ্যতার ভিত্তিতেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সাত কলেজের বিভিন্ন চাহিদা ইতোমধ্যেই নিরূপণ করা হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানের সঙ্গে সামঞ্জস্য রেখে সাত কলেজকে সামনের দিকে এগিয়ে নিতে ইতোমধ্যেই বিভিন্ন প্রয়োজনীয়তা নিরূপণ করা হয়েছে। কলেজগুলোতে কতজন শিক্ষার্থী থাকবে তার বিপরীতে কতজন শিক্ষক প্রয়োজন সেগুলো বের করা হয়েছে। কলেজগুলোর একাডেমিক কাউন্সিলের মাধ্যমে এই মূল্যায়নগুলো এসেছে। সে আলোকে আমরা ইউজিসি, সরকারকে অনুরোধ জানিয়েছি যেন সে শিক্ষক ও অন্যান্য প্রয়োজনীয়তা পূরণ ও আনুষঙ্গিক সুবিধা বৃদ্ধি করা হয়। তবে বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়টিও সত্য।
শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার এখতিয়ার আমাদের রয়েছে উল্লেখ করে উপাচার্য আরোও বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এ কার্যক্রম সহসাই শুরু করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এম মাকসুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।
আরএইচটি/এসএম