ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নতুন মুখ

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো. আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসাইন।
মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং ডিসিডিএস’র চীফ মডারেটর ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সৈয়দ মো. আজিজুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন আরও ২৩ জন। তারা হলেন— সহ-সভাপতি (প্রশাসন) মো. সিরাজুল হোসাইন, সহ-সভাপতি (বিতর্ক ও কর্মশালা), আরিফ হাসান, সহ-সভাপতি (তথ্য ও গবেষণা) তোফায়েল আহমেদ।
যুগ্ম-সাধারণ সম্পাদক (প্রশাসন) মাহমুদুল হাসান অর্নব, যুগ্ম-সাধারণ সম্পাদক (বিতর্ক ও কর্মশালা, বাংলা) আহনাফ জিনান, যুগ্ম-সাধারণ সম্পাদক (বিতর্ক ও কর্মশালা, ইংরেজি) গাজী মাহতাব, যুগ্ম-সাধারণ সম্পাদক (তথ্য ও গবেষণা) জাহিদ হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক আবু বকর সাঈম, বিতর্ক সম্পাদক আব্দুল্লাহ ফয়সাল, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক এ এস এম সায়েম, প্রচার সম্পাদক রবিউল চোকদার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. শাহজালাল, প্রকাশনা সম্পাদক আরমান হোসেন, লিয়াজোঁ ও যোগাযোগ সম্পাদক আল-আমিন হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্ণব ঘোষ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাগর খান, পরিকল্পনা ও অনুষ্ঠান সম্পাদক তৌহিদ অন্তর, পাঠাগার সম্পাদক অনিক কুমার রায় ও কার্যনির্বাহী সদস্য হিসেবে পদ পেয়েছেন ইমরান হোসাইন, মো. মিজানুর রহমান, ইবনে মসউদ স্বরূপ এবং আহসান ফয়েজ।
নতুন এই কমিটির হাত ধরে ঢাকা কলেজ বিতর্ক কার্যক্রমে আরও এগিয়ে যাবে উল্লেখ করে ডিসিডিএসের নতুন সভাপতি আব্দুর রহমান বলেন, বিতর্ক একটি শিল্প। শিল্প মানেই সৌন্দর্যের বহিঃপ্রকাশ। সমসাময়িক বিশ্বে আমি ঠিক অন্যরা ভুল এমন মানসিকতার মানুষের সংখ্যা বেশি। এসব ধারণা থেকে বেরিয়ে এসে যৌক্তিক সমাজ গঠনে বিতর্কের ভূমিকা অনস্বীকার্য। ঢাকা কলেজে বিতর্কের বিপ্লব শুরু হয়েছিল ৯০ এর দশকে। সময়ের পরিক্রমায় পারিপার্শ্বিক চাহিদার প্রেক্ষাপটে এখানে বিতর্ক চর্চার রূপ বদলেছে। একাধারে উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত বিতর্ক চর্চা হচ্ছে। দেশের বিতর্ক অঙ্গনের পথচলায় ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির অর্জনের ঝুলি অনেক সমৃদ্ধ। ভবিষ্যতেও এ ধারা বজায় রাখার সর্বপ্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি দীর্ঘদিন ধরে বিতর্ক অঙ্গনে ঢাকা কলেজের প্রতিনিধিত্ব করে আসছে। বিভিন্ন সময়ে জাতীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হওয়াসহ অন্যান্য সফলতা সম্পর্কে কমবেশি সকলেই জানে। পূর্বের সাফল্যের ধারা বজায় রাখতে এবং বিতর্ক অঙ্গনে ঢাকা কলেজের পরিচয়কে আরো সমৃদ্ধ করতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাব।
আরএইচটি/এমএ