৫০ ভাগ কর্মচারী নিয়ে অফিস কার্যক্রমে ঢাবি

করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ৫০ ভাগ জনবল নিয়ে অফিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
এক সপ্তাহ করে রোস্টার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করা হবে। তবে গর্ভবতী, অসুস্থ ও পঞ্চান্নর বেশি বয়সের কর্মকর্তা ও কর্মচারীরা বাড়িতে বসেই অফিস করতে পারবেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, রোস্টার অনুযায়ী যারা বাসায় অবস্থান করবেন, তারা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। কোনো কর্মকর্তা ও কর্মচারী গণপরিবহন ব্যবহার করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অফিসে আসা-যাওয়া করতে হবে।
অফিস চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। তারা যথাযথভাবে সামাজিক দূরত্ব অনুসরণ করে অফিসে বসবেন ও চলাফেরা করবেন। নির্দেশনা অমান্য করলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এইচআর/আরএইচ