৫০ ভাগ কর্মচারী নিয়ে অফিস কার্যক্রমে ঢাবি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০২ এপ্রিল ২০২১, ০৬:২০ পিএম


৫০ ভাগ কর্মচারী নিয়ে অফিস কার্যক্রমে ঢাবি

করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ৫০ ভাগ জনবল নিয়ে অফিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

এক সপ্তাহ করে রোস্টার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করা হবে। তবে গর্ভবতী, অসুস্থ ও পঞ্চান্নর বেশি বয়সের কর্মকর্তা ও কর্মচারীরা বাড়িতে বসেই অফিস করতে পারবেন। 

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, রোস্টার অনুযায়ী যারা বাসায় অবস্থান করবেন, তারা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। কোনো কর্মকর্তা ও কর্মচারী গণপরিবহন ব্যবহার করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অফিসে আসা-যাওয়া করতে হবে। 

অফিস চলাকালে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। তারা যথাযথভাবে সামাজিক দূরত্ব অনুসরণ করে অফিসে বসবেন ও চলাফেরা করবেন। নির্দেশনা অমান্য করলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এইচআর/আরএইচ

Link copied