কেন্দ্রীয় সভাপতির আশ্বাসে অবরোধ প্রত্যাহার করল চবি ছাত্রলীগ

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ ডেকে তিন ঘণ্টা পর তা প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন বলে জানান চবি ছাত্রলীগের একাংশের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেওয়া হয়।
চবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ভাই আমাদের আশ্বস্ত করেছেন দ্রুততম সময়ের মধ্যে চবিতে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। উনার আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি।
এর আগে অবরোধ চলাকালে প্রদীপ চক্রবর্তী দুর্জয় ঢাকা পোস্টেকে বলেন, সভাপতি-সাধারণ সম্পাদকের মেয়াদ পূর্তি হয়েছে তিন বছর আগেই। গত বছর পূর্ণাঙ্গ কমিটি করলেও তা ছিল বিতর্কিত। ত্যাগীদের মূল্যায়ন করতে নতুন কমিটির বিকল্প নেই। আমরা দীর্ঘদিন ধরে বলে আসলেও সভাপতি সম্পাদক কোনো উদ্যোগ নেননি। সভাপতি-সাধারণ সম্পাদকের নিষ্ক্রিয়তার জন্য ছাত্রদল শোকের মাসে ক্যাম্পাসে মিছিল করার সাহস দেখায়। সুতরাং আমাদের দাবি দ্রুত সময়ে বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন। এক বছরের জন্য গঠিত কমিটি ইতোমধ্যে চার বছর হয়ে গেছে। এসব কিছু মিলিয়ে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দুই সদস্যের কমিটিই তিন বছর পার করে দেয়। যদিও কমিটির মেয়াদ এক বছর। আর তিন বছর পর এসে গত বছর ৩১ জুলাই ৩৭৬ সদস্য দিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হয়।
রুমান/আরএআর