নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং শাহবাগ চত্বরে ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি কলা ভবনের প্রধান ফটক থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীদের ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি- ছাত্রদলের ঘাঁটি’, ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘তারেক রহমান বীরের বেশে- আসবে ফিরে বাংলাদেশে’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও যথাযথ চিকিৎসার দাবি জানান। একই সঙ্গে সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার জন্য ছাত্রলীগকে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অচিরেই স্বৈরাচারী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের হারানো গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ছাত্রদল ঘরে ফিরবে।
মিছিলে ঢাবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, হাসান আবিদুর রেজা বায়জীদ ও নূর আলম ভূঁইয়া ইমনসহ আরও উপস্থিত ছিলেন বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, যুগ্ম-সম্পাদক শাহবাজ ইশতিয়াক পূরান, দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, পল্লীকবি জসীমউদ্দিন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক মকবুল হোসেন, সমাজসেবা সম্পাদক আনোয়ার সাকিব, কর্মী সিফাত, সলিমুল্লাহ মুসলিম হলের যুগ্ম-সম্পাদক তারেক নূর, সমাজসেবা সম্পাদক এনামুল ইসলাম ইয়াছিন, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরাম খাঁ, যুগ্ম-সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক আবূ জ্বার গিফারী মাহফুজ, কর্মী হাসিবুর রহমান আসিফ, কর্মী জিন্নাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছাত্রদলের যুগ্ম-সম্পাদক উবাইদুল্লা রিদওয়ান, কর্মী রাফসান জানি মিঠু, মুজিব হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার, কর্মী শাহাদাত মিঞা, স্যার এ এফ রহমান হলের সহ-প্রচার সম্পাদক মুন্না, কর্মী ফারহান প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এসএম