বেরোবিতে চলছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কলা অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন চলছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার এ সম্মেলনের উদ্বোধন করেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত এ সম্মেলন চলবে।
‘উপনিবেশ-উত্তর ইতিহাস, ভাষা ও সাহিত্য’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে পাঁচটি সেশনে ভারত ও বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।
এ সময় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার বলেন, ভাষার সঙ্গে সাহিত্য-সংস্কৃতির একটা গভীর সম্পর্ক বিদ্যমান। ভাষা ও সংস্কৃতির মাধ্যমে উপনিবেশ-পরবর্তী সময়ে এ অঞ্চলের সমাজ অনেকখানি বদলে গেছে। এর পেছনে সমাজের বুদ্ধিজীবী শ্রেণির বলিষ্ঠ ভূমিকা রয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গবেষক, শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন। পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দেশের গণ্ডি ছাড়িয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে বেরোবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, দেশ-বিদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবে। আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বেরোবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ এবং বেরোবির একাধিক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন।
শিপন তালুকদার/এমজেইউ