ঢাবিতে ইও-বাংলাদেশের উদ্যোগে জিএসইএ ক্যাম্পেইন অনুষ্ঠিত

এন্টারপ্রেনারস অর্গানাইজেশন (ইও) বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনারস অ্যাওয়ার্ডস (জিএসই) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাবি ক্যাম্পাসে ছাত্র উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতার আয়োজনের অংশ হিসেবে এই জিএসইএ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা উন্নয়ন ক্লাব (ডিইউইডিসি) এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমিউনিকেশন ক্লাব (আইবিএসিসি) অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে।
এই প্রতিযোগিতায় নিবন্ধনের সময়সীমা আগামী ৭ নভেম্বর পর্যন্ত। ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চ্যাপ্টারের বিজয়ী পাবেন ৩ লাখ টাকা। বিশ্বব্যাপী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন ৫০ হাজার ডলার, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ২০ হাজার ডলার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১০ হাজার ডলার।
কেএইচ/কেএ