ঢাকা কলেজে ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা কলেজে ‘সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের উচ্চমাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের ৬ নম্বর শ্রেণীকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে এক পৃষ্ঠা তাৎক্ষণিকভাবে লিখে জমা দেন। পরবর্তীতে যাচাই-বাছাই এর মাধ্যমে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী নির্ধারণ করা হয়। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামীকাল আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
মূলত, পুঁথিগত বিদ্যার বাইরেও অন্যান্য কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতেই ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, একটা সময় সুন্দর হাতের লেখার প্রতি গুরুত্ব দেওয়া হতো। কিন্তু বর্তমানে এটি অনেকটাই নিষ্প্রভ হয়ে গেয়েছে। সুন্দর হাতের লেখা মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস তৈরি করে। আমরা শিক্ষাজীবনে বিষয়টি নিয়ে চর্চা করলেও এখনকার শিক্ষার্থীরা এতে অনেকটাই নিরুৎসাহিত। তাই আমরা চেষ্টা করছি যেন সুন্দর হাতে লেখার প্রতি শিক্ষার্থীরা আগ্রহী হয়ে ওঠে।
শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মোহসেন উদ্দিন ফিরোজ জানান, শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঢাকা কলেজের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৮ অক্টোবর (বুধবার) সকাল এগারোটায় ঢাকা কলেজের শহিদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।
একইসঙ্গে শেখ রাসেল দিবস উপলক্ষে ঢাকা কলেজের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত কর্মসূচিও পালন করা হবে বলে জানান তিনি।
আরএইচটি/এমএসএ