বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর রঙিন বেলুনে সজ্জিত রুমে বেরোবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। সবশেষে কেক কাটা ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক কেএম হিমেল আহমেদ সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বেবোবিসাসের সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ শিপন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা হওয়া সহজ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে সাংবাদিক সমিতি আজ দশ বছরে পদার্পণ করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এ সংগঠনটিকে আজ সকলের আস্থার জায়গায় পরিণত করেছে। আমরা ক্যাম্পাস সাংবাদিকরা কারও বিরুদ্ধে নিউজ করি না। ক্যাম্পাসে যা সত্য বা যা ঘটে তাই লেখনীর মাধ্যমে প্রকাশ করি। সাংবাদিক সমিতির সদস্যদের নিউজের কারণে সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে অনেক সুফল ভোগ করছেন, অনেক দুর্নীতি বন্ধ হয়েছে। ক্যাম্পাসে সাংবাদিকতার শিক্ষা ক্যাম্পাস সাংবাদিকদের ভবিষ্যৎ জীবনের পাথেয় হিসেবে কাজ করবে এবং পথ চলতে চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতাকে বাড়িয়ে তুলবে।
দৈনিক আজকের পত্রিকার বেরোবি প্রতিনিধি ও সংগঠনের যুগ্ম সম্পাদক কেএম হিমেল আহমেদ বলেন, আমরা এমন সংবাদ করতে হবে যা শিক্ষার্থীদের উপকারে আসবে। আমরা কারও পক্ষ বা বিপক্ষ হয়ে কাজ করবো না। এই সাংবাদিকতার মাধ্যমে আমাদের বাস্তব প্রশিক্ষণ হচ্ছে, চাকরির ক্ষেত্রে মানুষের সঙ্গে যোগাযোগের ভূমিকা পালন করবে। ছাত্রাবস্থায় সাংবাদিকতা করতে গেলে আমাদের ওপর বিভিন্ন ধরনের চাপ আসতে পারে। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তা দিয়ে সকল দুর্নীতি বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাভিশনের রবিউল হাসান সাকিব, দ্যা মিরর অব বাংলাদেশের আবু সৈয়দ, রাইজিং বিডির সাজেদুল ইসলাম, স্বদেশ বার্তার আবুল খায়ের জায়েদ ও আরএমসি নিউজের আল আমিন।
প্রসঙ্গত, ‘তথ্যই শক্তি স্লোগান সাথে নিয়ে’ ২০১৪ সালের ২৬ অক্টোবর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এরপর নানা চাড়াই-উৎরাই পেরিয়ে সংগঠনটি দশম বর্ষে পদার্পণ করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গল্প, সফলতা-ব্যর্থতা, সংকট-সম্ভাবনা নিয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদ তুলে ধরার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব-দরবারে উপস্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ সংগঠনটির সদস্যরা।
শিপন/এমজেইউ