ব্যাংকক ও সিঙ্গাপুর ম্যারাথনে দৌড়াবেন সাইফুল্লাহ সাদেক

জলবায়ু সচেতনতার বার্তা নিয়ে ব্যাংকক ম্যারাথন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যারাথনে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ম্যারাথনার সাইফুল্লাহ সাদেক। জলবায়ু সচেতনতা বাড়ানো ও একটি সুন্দর পৃথিবীর আশায় চ্যালেঞ্জিং এই ম্যারাথনে অংশ নিতে উদ্বুদ্ধ হয়েছেন তিনি।
রোববার (১৯ নভেম্বর) ঐতিহ্যবাহী ব্যাংকক ম্যারাথনে স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে ৪২.১৯৫ কিলোমিটার দৌড়াবেন তিনি, যা ১৯৮৭ সালে থাই রাজা চালু করেছিলেন। পরে আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠেয় সিঙ্গাপুর ম্যারাথনেও একই দূরত্ব অতিক্রম করবেন তিনি।
সাইফুল্লাহ সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গবেষণা সংসদ’-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। ক্রমান্বয়ে বাংলাদেশের প্রায় ২২টি বিশ্ববিদ্যালয়ে একই রকম সংগঠন প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন।
ব্যাংকক ম্যারাথন এশিয়ার অন্যতম চ্যালেঞ্জিং ম্যারাথনগুলোর মধ্যে একটি। এ বছর ৩৫তম সংস্করণে প্রায় ২৫ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন। ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার মিনি ম্যারাথন ও ৫ কিলোমিটার মাইক্রো ম্যারাথন থাকছে আয়োজনে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় ৬৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
ফুল ম্যারাথন প্রতিযোগীরা সানামচাই রোড থেকে দৌড় শুরু করে চাও ফ্রেয়া নদী হয়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, পুনরায় সে পথে ফিরে এসে সানামচাই রোডে দৌড় শেষ করবেন। দৌড়ানোর সময় দৌড়বিদেরা ঐতিহ্যবাহী শহরটির বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
অন্যদিকে ১-৩ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৪টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুর ম্যারাথন। এ বছর ২২তম সংস্করণে প্রায় ৫০ হাজার প্রতিযোগী অংশ নিবেন। ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, ১০ কিমি, ৫ কিমি ও ৬৫০ মিটার কিডস ড্যাশ মোট পাঁচটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথন প্রতিযোগীরা ফর্মুলা ওয়ান পিট বিল্ডিং এর সামনে থেকে দৌড় শুরু করে পুরো শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে ন্যাশনাল স্টেডিয়ামে দৌড় শেষ করবে।
সাইফুল্লাহ সাদেক দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত থাকলেও বর্তমানে উন্নয়ন ও গবেষণা পেশায় রয়েছেন। তিনি আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিংয়ে (জিসিএফআইএল) বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত। প্রতিষ্ঠানটির হয়ে তিনি বাংলাদেশের স্কুলগুলোতে জলবায়ু সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে জলবায়ু ক্লাব প্রতিষ্ঠায় কাজ করছেন ও স্কুলশিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছেন।
সাইফুল্লাহ সাদেক তার পেশাগত কাজের পাশাপাশি ম্যারাথনের সঙ্গে যুক্ত। একজন অ্যাথলেট হিসেবে দেশীয় ইভেন্টগুলোতে অংশগ্রহণ করাসহ দেশ-বিদেশে হাফ ম্যারাথন, ফুল ম্যারাথন করেছেন। তিনি টাটা স্টিল কলকাতা ২৫ কিমি ইন্টারন্যাশনাল ম্যারাথন, কলকাতা ফুল ম্যারাথন (৪২.১৯৫ কিমি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল (ঢাকা ম্যারাথন) হাফ ম্যারাথন, হায়দরাবাদ ফুল ম্যারাথন(৪২.১৯৫ কিমি) কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স কমিউনিটির অ্যাডমিন হিসেবে নিয়মিত ম্যারাথনের মাধ্যমে তরুণদের শরীরচর্চায় উদ্বুদ্ধ করছেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘নিয়মিত দৌড়ানোর মাধ্যমে একজন ব্যক্তির মানসিক ও শারীরিক উভয় ফিটনেস উন্নত থাকে, যা মানুষের কর্মস্পৃহা ও ইতিবাচক মনোভাব, পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে। তাছাড়া ক্রীড়াঙ্গনের যেকোনো পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের বিষয়।’
এ যাত্রায় তাকে পৃষ্ঠপোষকতা করেছে ই-লার্নিং প্ল্যাটফর্ম এডুসেন্ট্রিক ও ট্রাভেলপ্লিজ, মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই অনলাইন। এছাড়া কমিউনিটি পার্টনার হিসেবে রয়েছে ঢাবি রানার্স কমিউনিটি।
জেডএস