অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকা ১০ম ধাপের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (৬ নভেম্বর) সকালে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে এ মিছিল করা হয়। মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে পরীবাগে সাময়িক রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, গণমানুষের ভোটাধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ১৭ কোটি মানুষের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ফ্যাসিবাদের কবর রচনা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রহসনের তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছে এদেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখান করছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ আন্দোলনে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল লড়াই করে যাবে।
এসময় মিছিলে অন্যান্যদের মাঝে- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ (এফ এইচ), মো. মাছুম বিল্লাহ (এফ আরও), মো. তরিকুল ইসলাম তারিক, মো. নাছির উদ্দিন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, মো. শামীম আক্তার শুভ, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আবদুর রহিম রনি, শফিকুল ইসলাম, আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন- তারেক হাসান মামুন, মাহবুব আলম শাহিন, নূর আলম ভূইয়া ইমন, মো. মাহফুজুর রহমান, তৌহিদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমেদ সাদ্দাম মীর, হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক মামুন, অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পিসহ অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা।
কেএইচ/পিএইচ