ভার্চ্যুয়াল পাঠদানের সিদ্ধান্ত বাতিল করলো বরিশাল বিশ্ববিদ্যালয়

সপ্তাহের একদিন ভার্চ্যুয়াল পাঠদানের পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে পুরো সপ্তাহে অ্যাকাডেমিক পাঠদান সশরীরে হবে।
বুধবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
তিনি জানান, ৪৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি থেকে অন্যান্য দিনের মত মঙ্গলবারও সশরীরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১ আগস্টের পর থেকে প্রতি মঙ্গলবার সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনলাইনে পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। এরপর থেকে অনলাইনেই অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
সৈয়দ মেহেদী হাসান/এএএ