২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাবির সমন্বিত হল সমাপনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত হল সমাপনী আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গতকাল সমন্বিত হল সমাপনী অনুষ্ঠানের প্রচার বিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
ড. মো. শরিফুল ইসলাম জানান, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ২০০ টাকা ফি দিয়ে নিজ নিজ হল থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বর্তমানে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সময়ই ২০০ টাকা হল সমাপনী ফি বাবদ নিয়ে নেওয়া হলেও, আগে এটা নেওয়া হতো না। এজন্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের থেকে এটা নেওয়া হচ্ছে।
জুবায়ের জিসান/এনএফ