মারামারি করে পুলিশ হেফাজতে ধানমন্ডি আইডিয়ালের দুই শিক্ষার্থী

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে ধানমন্ডি আইডিয়াল কলেজের দুই ছাত্রকে হেফাজতে নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের সময় তাদের তাৎক্ষণিক আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
হেফাজতে নেওয়া দুই শিক্ষার্থী হলেন-মো. রাব্বি (১৮) এবং মো. মিরাজ হোসেন (১৮)। তারা দুজনেই ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র।
স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে জানা গেছে, সকালে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থী আসিফকে মারধর করে কলেজ আইডি কার্ড নিয়ে যান অভিযুক্ত দুই শিক্ষার্থী। পরে ঘটনাস্থলে আগে থেকেই সতর্ক অবস্থায় থাকা নিউমার্কেট থানা পুলিশের সদস্যরা আইডিয়াল কলেজের ওই দুই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে বা কেউ ঘটাতে পারে সেজন্য আগে থেকেই আমরা সতর্ক ছিলাম। সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষের আশঙ্কা থেকে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে আমরা (পুলিশ) হেফাজতে নিয়েছি। তবে তারা গ্রেপ্তার নয়। বর্তমানে তারা থানায় আছে। তাদের অভিভাবকদের ডাকা হয়েছে। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
আরএইচটি/জেডএস