চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে মারধরের অভিযোগ চবি ছাত্রলীগের বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের নামফলক নির্মাণকাজের দায়িত্ব পাওয়া মেসার্স আর এস এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির পর টাকা না দেওয়ায় ঠিকাদার তামজিদ উদ্দিন ও তার বন্ধু ফাহিম আলমকে শাখা ছাত্রলীগের সাবেক চার নেতার বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে।
গত বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের নামফলক নির্মাণকাজের সময় তাদেরকে মারধর করা হয় বলে জানান ভুক্তভোগী।
পরে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) হাটহাজারী থানায় মামলা দায়ের করেন ঠিকাদার তামজিদ উদ্দিন। মামলায় আসামি করা হয়েছে, চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন, সাবেক উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাশরুর কামাল অনিক এবং সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ হৃদয়কে।
মামলার এজাহার থেকে জানা যায়, মারধরের ৩ দিন পূর্বে চবি ছাত্রলীগের সাবেক উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মাশরুর কামাল অনিক ঠিকাদার তামজিদের বাবা মো. সেকান্দরকে (মেসার্স আর এস এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী) ফোন করে জানান, সমাজবিজ্ঞান অনুষদের নামফলকের নির্মাণকাজ পরিচালনা করতে হলে সাফায়েত হোসেন, মেহেদী হাসান ও হৃদয়কে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদার টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দিবে বলে তামজিদের বাবাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এরপর গত বুধবার বিকেল ৪টার দিকে নামফলকের নির্মাণকাজ চলমান অবস্থায় সাফায়েত হোসেন, মেহেদী হাসান, মাশরুর কামাল অনিক ও হৃদয়সহ সাত-আট জন সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে কাজে বাধা দেয় এবং তিন লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায়।
ভুক্তভোগী এজহারে বলেন, চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে এলোপাতাড়িভাবে কিলঘুষি ও লাথি মারে, আমার বন্ধু ফাহিম আলম বাঁচাতে এগিয়ে আসলে তাকেও লোহার রড ও কাঠের বাটাম দিয়া এলোপাতাড়ি পিটিয়ে নাক-মুখে জখম করা হয়। পরে আমাদেরকে চবির আব্দুর রব হলের ৩য় তলার এক কক্ষে আটকে রেখে হত্যার হুমকি দেয় তারা। এরপর আমার বেশ কয়েকজন বন্ধু সেখানে যেয়ে আমাকে উদ্ধার করে। তৎক্ষণাৎ আমি বিষয়টি প্রক্টরকে অবহিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি।
এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সমাজবিজ্ঞান অনুষদ চিনতে সমস্যা হয়। এজন্য সামন্য একটা নামফলক নির্মাণের সিন্ধান্ত নিই। কিন্তু এখানে কিছু ছাত্রের চাঁদা দাবির ও মারধরের অভিযোগ উঠেছে। আমি এ বিষয়ে প্রক্টরকে অবহিত করেছি।
আরও পড়ুন
এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক নুরুল আজিম শিকদার ঢাকা পোস্টকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দিলে এবং সত্যতা পেলে আমরা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, ‘আমরা এরকম একটি মামলা পেয়েছি। বিধি মোতাবেক সাক্ষ্য প্রমাণ নিয়ে তদন্ত হবে। পরে সেই প্রতিবেদন আদালতে পাঠানো হবে।’
টিএম