বৈরী আবহাওয়ার মধ্যেও চবিতে ক্লাস চলবে

ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষা চালু রাখার সিন্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসতে পারলে ক্লাস-পরীক্ষা যথানিয়মে চলবে বলে জানান তারা।
সোমবার (২৭ মে) রাত সাড়ে ৯টায় ক্লাস-পরীক্ষা চালু রাখার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড় রেমাল কিছুটা দুর্বল হয়েছে এবং আগামীকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আসতে পারলে তাদের ক্লাস-পরীক্ষা নেওয়া হবে।
এদিকে সোমবার সকাল থেকে শুরু হওয়া প্রচন্ড ঝড় ও বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গাছ এবং বৈদ্যুতিক পিলার ভেঙে পড়েছে। এতে হলগুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এ ছাড়া সকাল ৭টা এবং সাড়ে ৭টার শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে দুপুরে আড়াইটা এবং রাত সাড়ে ৮টার ট্রেনটি যথাসময়ে ছেড়ে গেছে বলে জানান ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে জানতে প্রকৌশল ও নিরাপত্তা দপ্তর প্রধানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
আতিকুর রহমান/এমটিআই