রাবি শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মিছিল বের করেছেন আন্দোলনরত কোটাবিরোধী শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।
রোববার (১৪ জুলাই) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে একত্রিত হয়ে মিছিল নিয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা।
আরও পড়ুন
এ সময় তারা, ‘তুমি কে আমি কে, রাজাকার-রাজাকার’, ‘রাবির মাটি, রাজাকারের ঘাঁটি’, ‘ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগানে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, সেখানে মুক্তিযোদ্ধাদের ছেলেদের বাইরে সবাইকে রাজাকার বলা হয়েছে। আমি কীভাবে রাজাকার হই? তাই আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
জুবায়ের জিসান/কেএ