চবিতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রাঙ্গণে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির আইন সম্পাদক খালিদ হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এছাড়াও প্রক্টর অফিসের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা খান তালাত মাহমুদ রাফিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধরে নিয়ে যাওয়ার খবরে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসের দিকে আসছিলেন। এ সময় মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে আসলেই ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদে ওপর হামলা করেন। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমানের মাথা ফেটে যায়। মাহবুবুর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব ঢাকা পোস্টকে বলেন, একজন শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হয়ে আমাদের এখানে চিকিৎসা নিতে আসে। তার আঘাত অনেক গভীর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম বলেন, হামলার বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রক্টরের অফিসের সামনে উত্তেজনা বিরাজ করছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে ছিল। এ সময়ে নারী শিক্ষার্থীদের ‘শিবির’ বলে স্লোগান দিতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।
আরএআর