‘মতিহারের বুকে রাজাকারের পক্ষে আর কোনো স্লোগান দিতে দেব না’

কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা আবার একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
এ সময় রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, যেসব শিক্ষার্থী নিজেদেরকে রাজাকার হিসেবে দাবি করেছে, রাবি ছাত্রলীগ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। মতিহারের বুকে রাজাকারের পক্ষে আর কোনো স্লোগান আমরা দিতে দেব না। মহান স্বাধীনতাকে কটাক্ষ করে চলেছে এই কুলাঙ্গাররা। তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আমরা লড়াই করব। তবুও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মুক্ত রাখব। সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় ছাত্রলীগ ছিল, আছে এবং থাকবে।
রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। আর কাউকে সহ্য করবে না রাবি ছাত্রলীগ। জামায়াত-শিবিরের প্রেতাত্মারা যেন মাথা উঁচু করতে না পারে সেই জন্য সকল ছাত্রলীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও শিক্ষার্থীরা স্বাধীনতাবিরোধী কাজ করলে সরাসরি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
এ সময় বিভিন্ন হল ইউনিটের প্রায় তিন শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
জুবায়ের জিসান/আরএআর