পদত্যাগ করলেন শাবি উপ-উপাচার্য কবির হোসেন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন পদত্যাগ করেছেন।
শনিবার (১০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জনসংযোগ দপ্তর সূত্র জানায়, শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন পদত্যাগ করেছেন।
তবে কি কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি তা জানা যায়নি।
আরও পড়ুন
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ একইদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এছাড়াও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীনও পদত্যাগ করেছেন একই দিন।
তাছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং সকল আবাসিক হলের প্রভোস্ট বডি একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন।
জুবায়েদুল হক রবিন/এমএসএ