পিএসসি পুনর্গঠন ও চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভের ডাক
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) পুনর্গঠন ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ করা হবে।
বিক্ষোভের আয়োজক এক শিক্ষার্থী বলেন, পিএসসি কর্তৃক চাকরি বয়সসীমা নিয়ে যে সুপারিশ করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। একজন শিক্ষার্থী ২৪ বছরে গ্র্যাজুয়েট শেষ করে ৩৫ বছর বয়সী একজনের সাথে লড়াই করবে সেটা কোনোভাবে কাম্য নয়৷ আর যদি একজন কর্মকর্তা ৬৫ বছর বয়সে অবসরে যান তাহলে তার স্থানে বেকার শিক্ষার্থীকে প্রবেশ করতে আরও ৩ বছর সময় বেশি লাগবে। পদ খালি হবে দেরিতে ফলে বেকারত্ব বৃদ্ধি পাবে।
তিনি বলেন, পিএসসি চেয়ারম্যানকে ব্যর্থতার দায়ে তাকে অপসারণ করতে হবে। এছাড়া, পিএসসিতে এখনো আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে। তাই এর পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। আমরা উক্ত দাবিগুলো নিয়ে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করবো।
কেএইচ/এমএসএ