সেনা পল্লী হাইস্কুলের পুনর্মিলনী ৭ ফেব্রুয়ারি

আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেনা পল্লী হাইস্কুলের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান। এ পুনর্মিলনী অনুষ্ঠানটি ঢাকার মিরপুর ১৪ নম্বরে অবস্থিত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ ডিসেম্বর) স্কুল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। এ সময় স্কুলটির বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সবাইকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে অনলাইনে http://www.sassbd.org/ অথবা মশিউর রহমান মামুন এফসিএ (০১৭১৪০৯০৬০০), ডাক্তার মোস্তাফিজুর রহমান শিপু (০১৬৭৪১৭৫০৩৩), কায়সার ভূঁইয়া (০১৭১৩৪১৫৭০৫), শামীম (০১৭১১৭৩২৯৩২) - এ নম্বরগুলোতে যোগাযোগ করেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১ হাজার টাকা।
পুনর্মিলনী সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট সবাইকে সেনা পল্লী হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব সেনা পল্লী হাইস্কুল (এসএএসএস) সাথে যুক্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সকল ব্যাচের সাবেক শিক্ষার্থীদের এ আনন্দপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের পথচলায় স্কুলটির যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তারই বহি:প্রকাশ ঘটবে।
এ প্রসঙ্গে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মশিউর রহমান মামুন এফসিএ বলেন, এ পুনর্মিলনীর মাধ্যমে সেনা পল্লী হাইস্কুল পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের যে বন্ধন বিদ্যমান রয়েছে তারই প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানটি স্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনরায় একত্রিত হওয়ার সুযোগ তৈরি করবে, যেখান থেকে তাদের ভবিষ্যৎ আকৃতিদানের যাত্রা শুরু হয়।
উল্লেখ্য, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত সেনা পল্লী হাই স্কুলের প্রথম পুনর্মিলনী ২০১০ সালে অনুষ্ঠিত হয়।
এমএ
