নজরুলের জন্মবার্ষিকীতে ঢাবির কর্মসূচি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৫ মে ২০২১, ০৫:৩৯ এএম


নজরুলের জন্মবার্ষিকীতে ঢাবির কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মঙ্গলবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। তবে চলমান করোনাভাইরাস মহামারির কারণে ঢাবি কর্তৃপক্ষ এ বছর কর্মসূচি সীমিত করেছে।

কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা করে কবির সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন।

সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এ কর্মসূচি পালিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। ১৯৭৬ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।

এইচআর/আরএইচ

Link copied