শহীদ আসাদ দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

১৯৬৯ এর গণ-আন্দোলনের শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন এবং বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতারা।
আরও পড়ুন
পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৯৬৯ সালের স্বাধিকার ও গণতন্ত্র অর্জনের আন্দোলনে পাকিস্তানি স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে শহীদ আসাদের মহান আত্মত্যাগ এই ভূখণ্ডের মুক্তিকামী ও গণতন্ত্রকামী গণমানুষের উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে রয়েছে। যুগে যুগে স্বৈরাচারী জালিমের আবির্ভাবের বিপরীতে মজলুমের লড়াকু মানসিকতার আদর্শ শহীদ আসাদ সব সময়ের মতো ফ্যাসিবাদী শেখ হাসিনা হটানোর আন্দোলনেও আমাদের অনুপ্রেরণার নাম হয়ে ছিলেন। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আমরা শহীদ আসাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
কেএইচ/এমএন