কক্সবাজার স্টুডেন্ট ফোরামের নেতৃত্বে শাফি-এমরান-রানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্ট ফোরামের (সিএসএফ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোর্তজা হোছাইন শাফি এবং এমরান খান। এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে রিদুয়ানুল ইসলাম রানা নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাবির কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসুর) ক্যাফেটেরিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোটগ্রহণ হয়।
আনুষ্ঠানিক নির্বাচন শেষে সহ-সভাপতি হিসেবে মোস্তফা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তামিম আহসান এবং সহ-সাংগঠনিক হিসেবে শাহারিয়ার মোহাম্মদ ইয়ামিনের নাম ঘোষণা করা হয়।
সভাপতি শাফি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক এমরান ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থী। সাংগঠনিক সম্পাদক রানা ২০২০-২১ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
এর আগে কমিটির ২০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে আহ্বায়ক কমিটি জয়নাল আবেদিনকে প্রধান করে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। কমিশন এই নির্বাচনের আয়োজন করে। নির্বাচিতদের এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় কমিশন।
সাংগঠনিক সম্পাদক রিদুয়ান ইসলাম রানা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজারের শিক্ষার্থীরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী।আর আজকে তারই প্রতিফলন ঘটল। আমি নির্বাচন কমিশন ও আমার জেলার সিনিয়র, ব্যাচমেট ও জুনিয়রদের প্রতি কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।
সাধারণ সম্পাদক এমরান বলেন, কক্সবাজার স্টুডেন্টস ফোরামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কক্সবাজারের শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার বাতিঘরে রূপান্তরিত করব। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করব। কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যমান স্থানীয় সমস্যা সমাধানে তাদের পাশে থাকব। কক্সবাজার জেলার পর্যটন শিল্পের উন্নয়ন এবং পর্যটন শিল্প থেকে সরকারের আয়ের একটা অংশ যেন কক্সবাজারের উন্নয়নে ব্যয় হয় সে বিষয়ে কাজ করব।
নির্বাচিত সভাপতি মোর্তজা হোছাইন শাফি বলেন, এটি চমৎকার একটি সুযোগ। গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে আমাদের এ যাত্রায় আমরা এমন কাজ করতে চাই, কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য যা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। অনুপ্রেরণা হবে অন্যান্য অঞ্চলের ছাত্রসংগঠনগুলোর জন্য। আজকের নির্বাচিত কমিটি সাফল্যের দৃষ্টান্ত রেখে যাবে।
কেএইচ/এমএ