ডিইউসেপের নেতৃত্বে আরিব-লাবীব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত পঞ্চগড়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পঞ্চগড়ের (ডিইউসেপ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আরিব হাসান শাওন ও সাধারণ সম্পাদক পদে রাফিউজ্জামান লাবীব নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নুশরাত জামান নিতু নির্বাচিত হন। তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নব-নির্বাচিত সভাপতি আরিব হাসান শাওন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। সাধারণ সম্পাদক রাফিউজ্জামান লাবীব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে নুশরাত জামান নিতু উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০০২ সালে আলোকিত পঞ্চগড় গড়ার প্রত্যয়ে (ডিইউসেপ) সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পঞ্চগড়ের প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
কেএইচ/এমজে