জবিতে মানবতা বিরোধী অপরাধের থাবায় ফিলিস্তিন শীর্ষক সেমিনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পঞ্চম আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষ্যে ‘মানবতা বিরোধী অপরাধের থাবায় ফিলিস্তিন : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইন্তিফাদা ফাউন্ডেশন।
রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে এ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
এ সময় ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও তৈরি হওয়া সংকটে করণীয় তুলে ধরে বক্তারা বলেন, ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিঃসন্দেহে গণহত্যা। এ গণহত্যাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গণহত্যা বলে স্বীকৃতি দিতে নারাজ। বিশ্বের সব মানুষ সাক্ষী রেখে এই গণহত্যা চালানো হয়েছে। যা মানবতাবিরোধী কাজ। ফিলিস্তিন-বাংলাদেশ দূরত্ব অনেক বেশি। তবে বাংলাদেশের মানুষ ইসরায়েলী এই গণহত্যার নিন্দা জানাতে সর্বদা সোচ্চার ছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, এখন ফিলিস্তিনের এই সংকট নিরসনে অর্থনৈতিক ও সামরিকভাবে সবচেয়ে বেশি সহযোগিতা প্রয়োজন। ইন্তিফাদা ফাউন্ডেশন সদস্য সংগ্রহ করে ফান্ড কালেকশন করতে পারে। এরফলে ফিলিস্তিনিদের আর্থিক সহযোগিতা হবে। যা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে মুহাইমিনুল হাসান রিয়াদ সভাপতিত্বে আরও আলোচনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ইভান তাহসীভ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলার নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা।
এমএল/এআইএস