যবিপ্রবির সদ্য বিদায়ী উপাচার্যকে নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের দ্বিতীয় মেয়াদে নিয়োগ ঠেকাতে একটি পক্ষ মরিয়া। এদিকে মাঠে নেমেছেন অধ্যাপক আনোয়ার হোসেনের অনুসারীরা। ফলে দুই পক্ষের আন্দোলন কর্মসূচি আর ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ নেই।
বুধবার (২৬ মে) দুপুরে এরই ধারাবাহিকতায় যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা পাল্টাপাল্টি মানববন্ধন করেছেন। যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় একই সময়ে দুই পক্ষের মানববন্ধন ঘিরে উত্তেজনা দেখা দেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
গত ১৯ মে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো আনোয়ার হোসেনের চার বছর মেয়াদ পূর্ণ হয়েছে। এরপর ২০ মে শিক্ষামন্ত্রণালয়ের এক আদেশে যবিপ্রবির অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন উপাচার্য নিয়োগ ঘিরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

বুধবার যবিপ্রবি ও যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন সদ্য বিদায়ি ভিসি ড. আনোয়ার হোসেনের অনুসারী শিক্ষক-কর্মকর্তারা। তার অনুসারী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, একটি স্বার্থান্বেষী মহল যে ৫৫টি অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ মিথ্যা; অনেকগুলো তুচ্ছ ও হাস্যকর।
তিনি বলেন, প্রফেসর ড. আনোয়ার হোসেনে দ্বিতীয় মেয়াদে যবিপ্রবির উপাচার্য হলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে অনৈতিক-অন্যায্য সুবিধা হাসিল করতে পারবে না বিধায়, তার বিরুদ্ধে মহলটি লাগাতার মিথ্যাচার, অপপ্রচার ও কদর্য ভাষায় আক্রমণ করছে। সরকারকে প্রভাবিত করার অপচেষ্টা করছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. মো. মেহেদী হাসান, চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ড. মো. জাফিরুল ইসলাম, ড. জাভেদ হোসেন খান, ড. শিরিন নিগার, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ড. মো. হাফিজ উদ্দিন, ড. তানভীর ইসলাম, ড. মোহাম্মদ কামাল হোসেন, ড. হাসান মো. আল-ইমরান, ডা. ফিরোজ কবির, প্রভোস্ট ড. মো. নাজমুল হাসান, ড. সেলিনা আক্তার, সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান জাহিদ, সহকারী অধ্যাপক মো. মুনিবুর রহমান, ড. মো. সাখাওয়াত হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ রেজা, উপ-পরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামান মুকুল, কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম শাহীন, সাবেক সদস্য আমিনুর রহমান; যবিপ্রবির ছাত্রলীগ নেতা শিলা আক্তার, রুহুল কুদ্দুস রোহিত, নূর মোহাম্মদ টনি, আশিক খন্দকার, নাজমুস সাকিব, আল-মামুন শিমন প্রমুখ।

অপরদিকে, বুধবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে সদ্য বিদায়ী ভিসিপন্থীদের মানববন্ধন চলাকালে সেখানে হাজির হন যবিপ্রবি শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতির একাংশ। তারা সদ্য বিদায়ী ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা, অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ড. আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ ড. শাহেদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, কার্যকরী সদস্য ড. ফরহাদ বুলবুল, সুমন রহমান, ড. হুমায়ুন কবির, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি হেলালুল ইসলাম, সাধারণ সম্পাদক তাসরিক হাসান, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে ২০ মে প্রেসক্লাবে সদ্য বিদায়ী ভিসি ড. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৫৫টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
জাহিদ হাসান/এইচকে