জাকসু নির্বাচনের তফসিলের আগে হল ছাড়তে হবে অছাত্রদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছাত্রত্ব হারানো শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে না। জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই তাদের হল ত্যাগ করতে হবে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে বরাদ্দকৃত হলে অবস্থান করতে হবে।
এ ছাড়াও হল প্রশাসনকে হলে অবস্থানরত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ মের মধ্যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে গঠিত নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ন্যূনতম ২১ দিন আগে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিলের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
মেহেরব হোসেন/আরএআর