বাংলাদেশ অনেক জুলুমের শিকার হয়েছে : জাহিদুল ইসলাম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অনেক জুলুমের শিকার হয়েছে। জুলুমের শিকার হয়েছে এ দেশের মানুষ। এই দেশকে স্বাধীনতা অর্জনের জন্য বারবার জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। কিন্তু একটি সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে এই দেশ বারবার স্বাধীন হওয়ার পরও একটি অদৃশ্য শক্তির কাছে পরাধীন থাকতে হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে মিট ব্রিলিয়্যান্স শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রশিবির সভাপতি বলেন, আমরা চাই অপার সম্ভাবনার বাংলাদেশ। এই অপার সম্ভাবনার মধ্যে যেই জিনিসটি আমাকে আশান্বিত করে সেটি হচ্ছে আমাদের বিশাল জনগোষ্ঠী রয়েছে। বিশাল ম্যান পাওয়ার রয়েছে। আমরা যদি এই জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে অনেক অনেক দূরে এগিয়ে যাবে।
চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী ওবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। এ সময়ে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আব্দুল মোহাইমিন, বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা সাকের উল্লাহ ও রাজিফুল হাসান বাপ্পি।
ক্রিটিক্যাল প্যানেল হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব অ্যালায়েন্সের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।
প্রশ্নোত্তর পর্ব শেষে একুশে বইমেলায় বই প্রকাশিত হওয়া বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
আতিকুর রহমান/আরএআর