ডা. মোহাম্মদ মুর্তজার নামে ঢাবি মেডিকেল সেন্টারের নামকরণ

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

২৭ মে ২০২১, ০৭:৫৪ পিএম


ডা. মোহাম্মদ মুর্তজার নামে ঢাবি মেডিকেল সেন্টারের নামকরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেডিকেল সেন্টারকে শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মুর্তজার নামে নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গত ২৪ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মুর্তজার নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ডা. মোহাম্মদ মুর্তজা ঢাকা মেডিকেল থেকে পাস করার পর আন্তর্জাতিক স্কলারশিপ পাওয়া সত্ত্বেও সমাজ পরিবর্তনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চাকরি নেন। জীবনে কখনো রোগী দেখে টাকা নেননি। বিশ্ববিদ্যালয় ছুটি হলেই চলে যেতেন গ্রামের গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দিতে। তাছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সব গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

উপাচার্য বলেন, ১৯৫৫ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী তাকে নৃশংসভাবে হত্যা করে। আমাদের হাতে একে আজাদসহ আরও বেশ কয়েকটি নাম প্রস্তাবনায় এসেছিল। কিন্তু আমরা ডা. মোহাম্মদ মুর্তজার নামেই নামকরণ করেছি। এতে উনাকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়েছে বলে মনে করি।

এইচআর/এসকেডি

Link copied