জবি উপাচার্য প্রশ্নে মন্ত্রণালয়ের খামে যাদের নাম

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জবি

৩০ মে ২০২১, ০৩:০২ পিএম


জবি উপাচার্য প্রশ্নে মন্ত্রণালয়ের খামে যাদের নাম

৭১ দিন ধরে শূন্য রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য পদ। গত ১৯ মার্চ অধ্যাপক ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব শেষ হওয়ার পর উপাচার্য হিসেবে রুটিন দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

শিক্ষা মন্ত্রণালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন উপাচার্য নিয়োগ দিতে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকসহ তিন জনের নামের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এই শিক্ষকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইমদাদুল হক, ঢাবির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার এবং জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক এ. কে. এম. সিরাজুল ইসলাম খান বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্যের দায়িত্ব পালন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক আবু হোসেন সিদ্দিক দ্বিতীয় উপাচার্য হিসেবে একবছর দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদকে তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। এরপর ওই বছরের ১৯ মার্চ অধ্যাপক ড. মীজানুর রহমানকে চার বছরের জন্য চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রথম মেয়াদ শেষে ২০১৭ সালে তাকে পুনরায় দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়।

এমটি/এসএসএইচ

Link copied