ঢাবি জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মিহির লাল

জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিহির লাল সাহা। বুধবার (২ জুন) বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক ড. মিহির লাল সাহা একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্টের দায়িত্বও পালন করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী আজ বুধবার তাকে এই নিয়োগ প্রদান করেন।
জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করায় তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ড. মিহির লাল সাহা।
এইচআর/এমএইচএস