মেস থেকে জবি শিক্ষার্থী অথৈর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সূত্রাপুরের সোহরাওয়ার্দী কলেজের পেছনের একটি ভাড়া মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিটফোর্ড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজীব।
আরও পড়ুন
সহপাঠীরা জানান, মঙ্গলবার বিকেলে অথৈর মেস থেকে তার প্রেমিক ইয়াসিন মজুমদার তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় ইয়াসিন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ওই মেসের সদস্য সোনালী সাহা জানান, তিনি মেসে ছিলেন না। ফোনে খবর পেয়ে পরে হাসপাতালে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর জানান, অথৈ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার সঙ্গেই ছিলেন। এরপরই তিনি আত্মহত্যার খবর পান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানা গেছে। তবে ইয়াসিন মজুমদারকে আটক করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএল/এমজে