ক্ষণিকা বাস ও ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাস ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে ঢাবির বাস ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে হামলার পেছনের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম মাহমুদ বলেন, একটি কুচক্রী মহল ছাত্রদের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামকে পুঁজি করে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। উত্তরায় শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে আন্দোলন করলেও একটি মহল কৌশলে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করতে উস্কে দিয়েছে।
তিনি আরও বলেন, কিছু ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরের বিদ্বেষপূর্ণ কনটেন্টের ফলস্বরূপ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাস ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
ঢাবি শিক্ষার্থী হাসিব আল ইসলাম বলেন, কিছু দুর্বৃত্ত ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী ছাত্রদের আন্দোলনের মধ্যে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা করে চালক ও শিক্ষার্থীদের আহত করেছে। একটি কুচক্রী মহল শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে এবং আজকের হামলা সেই চক্রান্তেরই অংশ।
এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাসে ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। এ ঘটনায় বাসের চালকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এমজে