ঢাবির শ্যাডোতে ফ্রি ওয়াইফাই স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবন সংলগ্ন শ্যাডোতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করেছে ঢাবি ছাত্রদল। এর মাধ্যমে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে ফ্রি ওয়াইফাই সুবিধা নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশে শ্যাডোতে শিক্ষার্থীদের জন্য এ সেবা স্থাপন করেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়, ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এ ফ্রি ওয়াইফাই সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
এ নিয়ে ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রিনভী মোশাররফ বলেন, শ্যাডোতে প্রতিদিন অনেক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা উপকরণ প্রিন্ট করে থাকে। অনেক সময়ই মোবাইল ডাটা না থাকায় শিক্ষার্থীদের ঝামেলায় পড়তে হয়। শ্যাডোতে ফ্রি ওয়াইফাই খুবই প্রয়োজন ছিল। ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিজভী আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সংযোগের উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শ্যাডো এরিয়াতে শিক্ষার্থীরা বহুদিন ধরে একাডেমিক কাগজ কপি, ফর্ম তুলতে গিয়ে ফোনে ইন্টারনেট না থাকলে বিড়ম্বনায় পড়তো। ছাত্রদলের এ স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীবান্ধব উদ্যোগে শিক্ষার্থীরা উপকৃত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও ফ্রি ওয়াইফাই সুবিধার উদ্যোক্তা আনিসুর রহমান খন্দকার অনিক ঢাকা পোস্টকে বলেন, আমরা দেখেছি ইন্টারনেট সংকটের কারণে কলাভবন এবং বিজনেস ফ্যাকাল্টির অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে। এ কারণে ক্যাম্পাস শ্যাডো এলাকায় আমরা শিক্ষার্থীদের জন্য একটা দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি। শিক্ষার্থীরা উপকৃত হলেই এ উদ্যোগের সফলতা আসবে।
জেডএস