ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারপার্সন অধ্যাপক মনসুর

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ জুন ২০২১, ০৯:২৩ পিএম


ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারপার্সন অধ্যাপক মনসুর

দায়িত্ব গ্রহণ করছেন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ। আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

শনিবার (৫ জুন) আনুষ্ঠানিকভাবে বিভাগের সদ্য সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েনের মেয়াদ শেষ হলে চেয়ারপার্সনের দায়িত্ব নেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত প্রথম স্ট্যাটিউটস এর ৪৩ (১) ধারা অনুযায়ী উপাচার্য মহোদয় আপনাকে ০৫/০৮/২০১১ তারিখ থেকে ৩ (তিন) বৎসরের জন্য প্রচলিত শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।'

এইচআর/আরএইচ

Link copied