‘বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রাখছে শাবি প্রেসক্লাব’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৯তম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও ২০তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব বরাবরের মতোই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। আমরা তাদের এমন কাজগুলোকে সাধুবাদ জানাই। আমি বিশ্বাস করি শাবি প্রেসক্লাব তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে শাবি প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শাবি প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। এরপর ১৯তম কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত ও সাধারণ সম্পাদক হাসান নাঈম নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল হোসেন শিকদার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
জুবায়েদুল হক রবিন/আরএআর